আমাদের কথা

সিটিজেন চার্টার
ক্রঃ সেবার বিবরণ প্রশিক্ষণার্থী ভর্তির সময়সীমা প্রশিক্ষাণার্থী ভর্তির শর্তসমূহ সনদপত্র প্রদান
০১ হাউজ কিপিং কোর্স
(১ মাস  ও ১২ দিন মেয়াদী)
প্রতি মাসের ১ তারিখ ও ১৫ তারিখ ১। প্রার্থীর বয়স ২৫- ৪৫ বছর।
২। পাসপোর্ট/পাসপোর্ট ডেলিবারী  সিলিপ এর
     ফটোকপি।
৩। ৩ কপি পাসপোর্ট আকারের ছবি।
৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫। বাছাই ও ভর্তির জন্য এজেন্টের নিজস্ব প্যাডে
    আবেদনপত্রসহ।
৬। প্রতি বৃহস্পতি বার সকাল ৯.০০ ঘটিকায়
     সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
কোর্স সমাপ্তির ৩ দিন পর সনদপত্র প্রদান করা হয়।
০২ ২ মাস মেয়াদী শর্ট কোর্স প্রতি ২ মাস পর পর ১। প্রার্থীর বয়স ১৮-২৫ বছর।
২। নূণ্যতম ৮ম শ্রেণী পাশ।
৩। ৩ কপি পাসপোর্ট আকারের ছবি।
৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধনের
    ফটোকপিসহ।
৫। প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।   
কোর্স সমপ্তির পর বিজিএমইএ থেকে প্রাপ্তি সাপেক্ষে সনদপত্র প্রদান করা হয়।
০৩ ৬ মাস মেয়াদী শর্ট কোর্স সমূহ ডিসেম্বর ও জুন মাস ১। প্রার্থীর বয়স ১৮-৩৫ বছর।
২। নূণ্যতম ৮ম শ্রেণী/ এস.এস.সি পাশ।
৩। ৩ কপি পাসপোর্ট আকারের ছবি।
৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/জন্ম নিবন্ধনের
     ফটোকপিসহ।
৫। প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।   
কোর্স সমাপ্তির ১৫ দিন পর সনদপত্র প্রদান করা হয়।
০৪ ২ বছর মেয়াদী
এস. এস. সি (ভোক) কোর্স
ডিসেম্বর মাস ১। প্রার্থীর বয়স বোর্ড কর্তৃক নির্ধারিত।
২। নূণ্যতম ৮ম শ্রেণী/ জে.এস.সি পাশ।
৩। ৩ কপি পাসপোর্ট আকারের ছবি।
৪। জন্ম নিবন্ধনের ফটোকপিসহ।
৫। বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।   
কোর্স সমপ্তির পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রাপ্তি সাপেক্ষে সনদপত্র প্রদান করা হয়।