k
Slide 3

খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

                  বাংলাদেশের অসহায়,অনগ্রসর ও সমাজের পিছিয়ে পড়া নারী গোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে স্বল্প মেয়াদে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার পাশাপাশি সমাজের মূল ধারার সহিত সম্প্রিক্ত করার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের আওতায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়িত “বিভাগীয় সদরে ৫টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  স্থাপন” র্শীষক প্রকল্পের আওতায় ২০০৭ সালে খুলনা জেলার তৎকালীন খানজাহান আলী  থানাধীন তেলিগাতি নামক স্থানে “খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র” নামে অত্র কেন্দ্রটি স্থাপিত হয়। ২০/০২/২০০৭খ্রিঃ তারিখ তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রিয়াজ শরীফ এর নেতৃত্বে কম্পিউটার অপারেশন ট্রেড চালুকরণের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আট (৮) টি ট্রেডে ২ বৎসর/০৬ মাস/০২ মাস ও ৩০ দিন মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম অব্যহত আছে। রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ ও জনগনের জন্য অবদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হবে বলে আমরা বিশ্বাস করি।



ক্যালেন্ডার

নোটিশ বোর্ড

visitor counter
21078
Today 9
This Week 112
This Month 212
All Days 21078
  • Facebook Page
  • Twitter Page
  • Google Plus
  • Youtube Channel